By Priyanka Mukherjee
Published 9 Jan, 2025
Hindustan Times
Bangla
নেটপোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে গেরুয়া বিকিনি! সৃজলার ‘সেক্সি’ অবতারে বুঁদ নেটপাড়া
সাগরপারে বঙ্গললনা সৃজলার লাস্যময়ী অবতার। বছর শেষে বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন স্টার জলসার 'পিহু'
বর্ষবরণ আর জন্মদিনের উদযাপনে মেতেছিলেন সুন্দরী, সাগরঘেরা থাইল্যান্ডে বোল্ড অবতার সৃজলার
সৃজলা এখন ছোটপর্দা থেকে দূরে, চর্চা মুম্বইতে কেরিয়ার গড়তে ব্যস্ত
একটা সময় টেলিপাড়া তাঁকে চিনত রোহন ভট্টাচার্যের প্রেমিকা হিসাবে, এখন পথ আলাদা দুজনের
মন ফাগুন ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় জার্নি শুরু, পিহু হিসাবে সবার মন জেতেন সৃজলা
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সাহসী অবতারে নিজেকে মেলে ধরেন সৃজলা
সৃজলার শরীরী বিভঙ্গে বুঁদ নেটপাড়া।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন