Hindustan Times
Bangla

শিক্ষক দুর্নীতি মামলায়  এবার নতুন নাম হৈমন্তী গঙ্গোপাধ্যায়। সদ্য ধৃত কু্ন্তল ঘোষ, এই নাম তুলেছেন। জানিয়েছেন, হৈমন্তী গোপাল দলপতির স্ত্রী।

কে এই রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়? তাঁর সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ কোথায়? এই নিয়ে নানান প্রশ্ন উঠছে। 

বাকসারা কাটজানা গিয়েছে, হৈমন্তীর আদিবাড়ি হাওড়ায়। হাওড়ার  বাকসারা কাটুরিয়া পাড়ায় হৈমন্তীর বাড়ি পৌঁছন সাংবাদিকরা। তাঁদের প্রশ্নের মুখে পড়েন হৈমন্তীর মা।

জানা যাচ্ছে, হৈমন্তীর সঙ্গে টলিউডে অভিনয়ের একটি যোগসূত্র রয়েছে। তবে কোনও বিষয়েই মুখ খুলতে চাননি হৈমন্তীর মা। 

হৈমন্তীর মাকে প্রশ্ন করা হয় শেষ কবে তাঁর সঙ্গে দেখা হয়েছিল বড় মেয়ে হৈমন্তীর?  উত্তরে হৈমন্তীর মা জানান ১০-১২ দিন আগে যোগাযোগ হয়।

হৈমন্তীর মা এও জানান যে, তাঁর শারীরিক অবস্থা এখন ভালো নয়। মেয়ের কবে বিয়ে হয়েছিল, তাও মনে করতে পারেননি তিনি। এদিকে প্রতিবেশীদের দাবি, হৈমন্তীর বিয়ে তাঁরা খেয়ে এসেছিলেন।