'আমি ভালো আছি', তাঁর স্বাস্থ্য নিয়ে চর্চার মাঝে বললেন তামিলনাড়ুর CM স্ট্যালিন
সদ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের স্বাস্থ্য নিয়ে একটি খবর কিছু সংবাদপত্রে প্রকাশ পায়। তারপরই এমকে স্ট্যালিন বলেন, 'আমি ভালো আছি'।
সদ্য চেন্নাইতে ওয়ার্ল্ড তামিল ডায়াস্পোরা ডে ২০২৪ সালের উৎসবে যোগ দিয়ে এমকে স্ট্যালিন বলেন, 'ওরা রিপোর্ট করেছে আমি অসুস্থ।... '
'সেখানে লেখা রয়েছে, আমি আগের মতো উৎসাহী নই।' বলেই পাল্টা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'আমার কী হয়েছে?'
এরপর তিনি সদ্য 'পোঙ্গল' উপহার প্রাপ্ত এক মহিলার কথা বলেন। তিনি বলেন, সেই মহিলাকে নিয়েও একটি খবর প্রকাশিত হয়েছে।
স্ট্যালিন ই মহিলার কথা উল্লেখ করে বলেন, তিনি ৮ হাজার টাকা পেয়েছেন। তারমধ্যে ৬ হাজার টাকা বন্যাত্রাণ। ১ হাজার টাকা কালাইনার মাগানিল উরিমাল থিট্টাম থেকে পেয়েছেন।
এই তথ্য তুলে ধরে স্ট্যালিন বলেন, ' এর থেকে বেশি আমি আর কী করব?'
স্ট্যালিন বলেন, তিনি মানুষের মুখে হাসি দেখলেই খুশি হন। আর তাঁদের উৎসাহেই উৎসাহিত হন।