By Laxmishree Banerjee
Published 2 Apr, 2024
Hindustan Times
Bangla
মগজহীন এই মাছ, বেঁচে থাকে কেমন করে?
পৃথিবীতে অনেক ধরনের প্রাণীর সন্ধান পাওয়া যায়, তাদের সম্পর্কে জানলে অবাক হবেন।
আজ আমরা আপনাকে এমন একটি প্রাণীর কথা বলতে যাচ্ছি যার মস্তিষ্কই নেই।
এর পরেও এই প্রাণীটি বেঁচে আছে। আসুন জেনে নেওয়া যাক এর পেছনের রহস্যটি।
স্টারফিশের আসলে মস্তিষ্ক থাকে না এবং তাদের শরীরে রক্তও থাকে না।
স্নায়ুতন্ত্রের মাধ্যমে পুষ্টি পাম্প করতে সমুদ্রের জল ব্যবহার করে তারা।
স্টারফিশের সাধারণ প্রজাতির পাঁচটি বাহু থাকে তবে কিছু কিছুর আবার ৪০টি বাহুও থাকে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন