Hindustan Times
Bangla

এখনও হতাশা কাটিয়ে উঠতে পারেননি, বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে পারেননি কেএল রাহুল 

বিশ্বকাপে টানা দশটা ম্যাচ জয়ের পরে ফাইনালে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে এই হারটাই কিছুতে মানতে পারছেন না কেএল রাহুল।

এই ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রাহুল।

১০৭ বলে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। তাঁর রানের সুবাদে স্কোর বোর্ডে ভারত ২৪০ রান তুলেছিল।

এরপরে উইকেটে পিছনে থেকেও ভালো পারফরমেন্স করছিলেন তিনি। তবে সফল হতে পারেনি তাঁর দল। 

ম্যাচের পরে মাঠেই হতাশায় ভেঙে পড়েছিলেন তিনি। মাঠে তাঁর হতাশা লক্ষ্য করা গিয়েছিল। 

কেএল রাহুল টুর্নামেন্টে ৭৫.৩৩ গড়ে ৪৫২ রান করেছিলেন।

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ হারার পর নিজের প্রথম পোস্ট লিখতে গিয়ে কেএল রাহুল লেখেন,  ‘এখনও কষ্ট হচ্ছে।’