By
Published 15 Feb, 2025
Hindustan Times
Bangla
যেন ছোট্ট পুতুল! ছোট্ট ইয়ালিনিকে কোলে নিয়ে ফটোশ্যুট করলেন শুভশ্রী।
সুন্দর একটা প্রিন্টেড ফ্রক পরে ক্যামেরার সামনে বিস্মিত দৃষ্টি ইয়ালিনির।
মায়ের হাঁটু ধরে দাঁড়িয়ে ছোট্ট ইয়ালিনি, ঠোঁট ফুলিয়ে যেন মেয়ের হয়ে পোজ দিয়েছেন শুভশ্রী!
ইয়ালিনিকে কাছে নিয়ে স্বপ্নমাখা চোখে পোজ দিয়েছেন অভিনেত্রী।
মেয়ের সঙ্গে ছবিগুলি পোস্ট করে শুভশ্রী আবদার, ‘প্রিয়তমা, তুমি কি কখনো বড় হয়েও না’।
মায়ের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ইয়ালিনি।
যেন ইয়ালিনির আবদার, 'মা একটু কোলে নাও…'।
২০২৩-এর ৩০ নভেম্বর ইয়ালিনির মা হন শুভশ্রী। এই মুহূর্ত রাজ কন্যার বয়স ১ বছর ৩ মাস।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন…।