Hindustan Times
Bangla

আকৃতির ছেলেকে ইয়ালিনি বলে ভুল নেটপাড়ার! অবশেষে মেয়ের ছবি পোস্ট শুভশ্রীর, কার মতো দেখতে রাজ-কন্যেকে?

গত নভেম্বরের শেষেই দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়! রাজ-শুভশ্রী তাঁদের মেয়ের নাম রেখেছেন ইয়ালিনি

জন্মের পরপরই ছেলে ইউভানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শুভশ্রী, মেয়ের ক্ষেত্রে অবশ্য নিয়ম বদলেছেন দম্পতি

ইয়ালিনির বয়স এখন তিন মাস, রবিবার দুপুরে ভক্তদের দারুণ সারপ্রাইজ দিলেন নায়িকা

শনিবার আকৃতি কক্কর ছেলে মেহরানকে নিয়ে শুভশ্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন, অনেকেই সেই ছবি দেখে খুদেকে ইয়ালিনি বলে ভুল করেন

রবিবার মেয়ে ইয়ালিনির ঝলক শেয়ার করলেন শুভশ্রী!  চার মাসেই এক মাথা ঘন চুল,  বসতে শিখে গিয়েছে সে

এদিনও মেয়ের মুখ দেখালে না শুভশ্রী, তবে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে জানালেন তাঁর মেয়ে ইয়ালিনি আসলে কেমন!