By Priyanka Mukherjee
Published 8 Dec, 2024
Hindustan Times
Bangla
লুই ভিতোঁর ব্যাগ হাতে দার্জিলিং ঘুরছেন শুভশ্রী, দাম শুনলে চোখ কপালে উঠবে!
রথ দেখা আর কথা বেচা দুটোই একসঙ্গে সারছেন রাজ-শুভশ্রী। পরিণীতা-র হিন্দি ভার্সনের শ্যুটিংয়ে দার্জিলিং-এ রাজ
সেখানে বউ আর বন্ধুদের নিয়েই হাজির হয়েছেন রাজ। কাজের ফাঁকে ঘুরে দেখছেন 'পাহাড়ের রানি'কেও
শুভশ্রী বরাবরই ফ্যাশনিস্তা, স্টাইল আর ফ্যাশনের মামলায় বরাবরই এগিয়ে
দার্জিলিং ট্রিপে শুভশ্রীর হাতে পাওয়া গেল লুই ভিতোঁর টোটে ব্যাগ, ব্যাগের উপর নায়িকার নাম ও পদবির আদ্যক্ষর SG খোদাই করা
শুভশ্রীর এই ব্র্য়ান্ডেড ব্যাগের মূল্য ১৯৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১ লাখ ৬৯ হাজার টাকা
শুভশ্রীকে শীঘ্রই দেখা যাবে সন্তান ছবিতে, ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে এই ছবি
সন্তান ছবিতে উকিলের ভূমিকায় রয়েছেন নায়িকা। পরিচালনায় রাজ চক্রবর্তী।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন