By Priyanka Mukherjee
Published 14 Sep, 2023

Hindustan Times
Bangla

দু-বার বিয়ে ভেঙেছে, অতীত ভুলে নতুন শুরু, সুখবর দিলেন শুভশ্রীর দিদি!

কর্পোরেট জগত থেকে অভিনয়, দীর্ঘ পথ পেরিয়েছেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়

অভিনয়ে হাতেখড়ি হয়েছে আগেই। পেশাগত ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেলেন দেবশ্রী 

বড় পর্দার পর ছোট পর্দায় দেখা যাবে দেবশ্রীকে, জলসার আসন্ন মেগা 'জল থই থই ভালোবাসা'য় থাকছেন দেবশ্রী

লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজের সুযোগ, সঙ্গে অপরাজিতা আঢ্যর সঙ্গে স্ক্রিন শেয়ার লোভ সামলাতে পারলেন না দেবশ্রী

অপরাজিতার অভিনয়ের চরম ভক্ত দেবশ্রী। জল থই থই ভালোবাসায় লিড রোলে থাকছেন অপরাজিতা আঢ্য আর চন্দন সেন

লীনার সংস্থার তরফে প্রথম ফোন যায় শুভশ্রীর কাছেই। দিদির নম্বর নিতেই যোগাযোগ করা হয়েছিল

ছেলে অনীশকে ঘিরেই দেবশ্রীর জগত। প্রথম বিয়ে টেকনি, ২০২১ সালে দ্বিতীয়বার বিয়ে করেন অমিত ভাটিয়াকে

কিন্তু মাস কয়েকের মধ্যেই সেই দাম্পত্য থেকে বেরিয়ে আসেন দেবশ্রী। স্বামী নামে দায়ের করেছিলেন বধূ নির্যাতনের মামলা

আর পিছনে ফিরে তাকাতে চান না। এগিয়ে যাওয়ার এখন একমাত্র লক্ষ্য় ইউভানের মাসিমণির।