Hindustan Times
Bangla

তিন মাস আগে মা হয়েছেন, 'বাবলি'কে খোলা চিঠি শুভশ্রীর, কাকে মিস করছেন?

মাতৃত্ব কোনও বাধা নয়, ইয়ালিনির জন্মের মাস ঘুরতেই শ্যুটিং সেটে ফিরে বুঝিয়ে দিয়েছেন শুভশ্রী

প্রেমের মান-অভিমানের কথা বলে বুদ্ধদেব গুহর ‘বাবলি’, রাজ চক্রবর্তী সেই গল্পই এবার আনছেন রূপোলি পর্দায়

রাজের বাবলি-তে শুভশ্রী রয়েছেন নাম ভূমিকায়, বিপরীতে আবির। শনিবার সোশ্যালে বাবলি-কে খোলা চিঠি রাজ ঘরণীর 

নাচের ভঙ্গিতে আলো-আঁধারিতে পোজ দিলেন নায়িকা, সঙ্গে লিখলেন- 'প্রিয় বাবলি, তুমি আমার অভিনয় করা সবচেয়ে সুন্দর, বুদ্ধিমান, মজার, জটিল, দুর্বল, আত্মবিশ্বাসী, মিষ্টি, প্রেমে ভরা চরিত্র..

'....আমায় বাবলি হিসেবে ভাবার জন্য তোমায় ধন্যবাদ পরিচালক রাজ চক্রবর্তী। আবির চট্টোপাধ্যায় তোমাকেও ধন্যবাদ অভি হওয়ার জন্য। ‘বাবলি’র গোটা টিমকে ধন্যবাদ;

শুভশ্রীর একটাই আক্ষেপ,'বিশেষভাবে বলতে চাই সেই মানুষটার কথা, বুদ্ধদেব গুহ, যিনি বাবলির স্রষ্টা। যদি আপনি বেঁচে থাকতেন আমায় বাবলি হিসেবে দেখার জন্য'

এই ছবিতেই প্রথমবার জুটিতে আবির-শুভশ্রী। এই বছরেই মুক্তি পাবে বাবলি।