By Priyanka Mukherjee
Published 27 May, 2023

Hindustan Times
Bangla

রাতপোশাকে নো-মেক আপ লুকে সেলফি পোস্ট সুদীপ্তার, সকাল হতেই বদলে গেল সব!

তৃণমূল নেতা সৌম্য বক্সীকে বিয়ের পর থেকে চর্চায় সুদীপ্তা 

শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায়  একের পর সেলফি পোস্ট 'মিসেস বক্সী'র

চলতি মাসের ১লা মে প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সীর একমাত্র পুত্রকে বিয়ে করেন অভিনেত্রী

বিয়ের পর থেকে সুদীপ্তার সাজ নজর কেড়েছে, নতুন বউয়ের লুকে দ্যুতি ছড়িয়েছেন সোহাগ জলের বেণী

শনিবার সকালে একদম অন্যরকম লুকে পাওয়া গেল সুদীপ্তাকে। মাথায় নেই সিঁদুর, পরনে কোনও জুয়েলারির চিহ্ন মাত্র নেই

নীল রঙা কুর্তায় গাড়ির ভিতর তোলা এই সেলফি। আসলে শ্যুটিংয়ে যাচ্ছেন সুদীপ্তা, আর বেণীর চরিত্র মতোই সাজসোজ তাঁর। তাই না আছে মাথায় সিঁদুর আর না আছে নতুন বউয়ের গয়না।