By Priyanka Mukherjee
Published May 4, 2023

Hindustan Times
Bangla

সংসারে কার রাজত্ব চলবে, সুদীপ্তা না সৌম্যর? ফাঁস রহস্য

তৃণমূলের যুবনেতা সৌম্য বক্সীর সঙ্গে ১লা মে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্য়ায়

রাজনেতার ঘরণী, এখন তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর বউমা সুদীপ্তা। বিয়ের পর বাড়িতে কার রাজত্ব চলবে? 

বিয়ের আসরে হাসিমুখে সুদীপ্তা জানালেন, 'সৌম্য বড্ড নার্ভাস, সংসারের ভার আমরা হাতেই থাকবে'

সোমবারই সামাজিক বিয়ের পাশাপাশি আইনি বিয়েও সেরেছেন দুজনে

শ্বশুরবাড়িতে ভাত-কাপড়ের অনুষ্ঠানের ফাঁকে সুদীপ্তা ও স্মিতা বক্সী

শাশুড়ির থেকে বিয়েতে সোনার নোয়া উপহার পেয়েছেন সুদীপ্তা

বিয়ের দিন সাবেকি বাঙালি কনের সাজে দেখা মিললেও রিসেপশনের রাতে লেহেঙ্গা পরবেন সুদীপ্তা

ক্লিক করুন