Hindustan Times
Bangla

সুপারস্টার শাহরুখ খান এবং ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান কন্যা সুহানা খান

সদ্য মুম্বই বিমানবন্দরে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন সুহানা

বিমানবন্দরে খুব ক্যাজুয়াল পোশাকে ধরা দেন সুহানা

সাদা টপের সঙ্গে ব্যাগি জিনস এবং হাতে গোলাপি ব্যাগ নিয়ে ধরা দেন সুহানা

খোলা চুলে সুহানার  এই সাদামাটা লুকের ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ ছবিতে অভিনয় করছেন সুহানা

স্টার কিডের এই ছবি ঘিরে তুমুল সমালোচনা, এক নেটিজেনের মন্তব্য,  ‘জুনিয়র মালাইকা অরোরা নাকি!’

আগেও একাধিক সময় ট্রোলের মুখে পড়েছেন সুহানা, ছবিতে অপর এক নেটিজেনের মন্তব্য, 'নিজেকে কী ভাবে?'