Hindustan Times
Bangla

এত ফিট কী করে সুহানা? তিনি নাকি এই বিশেষ ডায়েট মেনে চলেন

অভিনয় জগতে এবার পা রাখছেন শাহরুখ-কন্যা সুহানা খান। তবে বড়পর্দায় নয়, ওয়েব সিরিজে। নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য আর্চিজ’। 

৫৬-র শাহরুখের সুঠাম চেহারা দেখে বয়স বোঝা দায়।

বাবা শাহরুখের মতো সুহানাও প্রচুর শরীর চর্চা করেন। নিজের চেহারার উপর বিশেষ নজর দেন।

জিম, যোগার মতো নিয়মিত শরীরচর্চা করেন সুহানা।

সুহানার যোগ শিক্ষিকা ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করে সে। 

জিমে প্রবেশের মুখে একাধিক সময় পাপারাৎজ্জির লেন্সবন্দি হন সুহানা।

জিমের পরিশ্রমের পাশাপাশি কড়া ডায়েট মেনে চলেন সুহানা।

স্বাস্থ্যবান এবং ঘরে তৈরি হালকা খাওয়ার প্রতিদিন খান সুহানা।

প্রতিদিন সাধারণত ডাল, ফ্রেশ সবজি, মাছ এবং চিকেন খান তিনি।