By Priyanka Bose
Published May 23, 2023
Hindustan Times
Bangla
কানের গ্ল্যামার কোশেন্ট বাড়িয়ে দিলেন সানি, রেড কার্পেটে তিনি যেন পান্নার মূর্তি
কান চলচ্চিত্র উৎসবে সবুজ গাউনে নজরকাড়া লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী সানি লিওন
আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার প্রদর্শনের জন্য ভারতের প্রতিনিধি হয়ে লাল গালিচায় হাঁটলেন সানি।
ভরপুর আত্মবিশ্বাসের সঙ্গে ডিজাইনার মারিয়া কোখিয়ার তৈরি পোশাকে কানের রেড কার্পেটে দেখা মিলেছে সানির
জনপ্রিয় ফিল্ম সমালোচক অনুপমা চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকার সানি বলেন, ‘এই প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে এসেছি। এতটাই টেনশনে যে কী বলব!'
কান ফিল্ম ফেস্টিভ্যালের সম্মানীয় 'মিডনাইট স্ক্রিনিং'-এর জন্য নির্বাচিত হয়েছে সানি লিওনের সিনেমা 'কেনেডি'।
‘কেনেডি’র প্রচারেই কান চলচ্চিত্র উৎসবে উড়ে গিয়েছেন সানি। সঙ্গে অবশ্য রয়েছেন তাঁর স্বামী ড্যানিয়েলও।
ক্রাইম ড্রামা ঘরানার ছবিতে সানিকে চার্লির চরিত্রে দেখা যাবে। ছবির পরিচালনায় অনুরাগ কাশ্যপ।
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে যোগ দেওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত সানি।
ক্লিক করুন