Hindustan Times
Bangla

তৈলাক্ত ত্বকের জন্য ঘরেই তৈরি করুন সানস্ক্রিন।

রোদে পোড়া এবং ট্যানিং এড়াতে সানস্ক্রিন লাগাতে হবে।

বেশিরভাগ মানুষ বাইরে থেকে সানস্ক্রিন কিনে থাকেন। তবে আপনি চাইলে বাড়িতেও সানস্ক্রিন বানাতে পারেন।

বাড়িতে বসে কীভাবে সানস্ক্রিন তৈরি করবেন?

দুই চামচ ময়েশ্চারাইজার, ক্যালামাইন পাউডার এবং ২-৩টি ভিটামিন-ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে নিন। আপনার ঘরে তৈরি সানস্ক্রিন প্রস্তুত।

যেন এতে জল না যায়, তা না হলে তা বেশিক্ষণ স্থায়ী হবে না।

দুই চামচ বাদাম তেল, এক চামচ শিয়া বাটার, এক চামচ কোকো বাটার, এক ক্যাপসুল ভিটামিন ই এবং ক্যালামাইন পাউডার ভালো করে মিশিয়ে নিন। আপনার সানস্ক্রিন প্রস্তুত।

তৈলাক্ত ত্বক রয়েছে এমন ব্যক্তিরা, এই ধরনের সানস্ক্রিন মাখলে মুখে অতিরিক্ত ঘাম হবে না।