By
Published 4 Jan, 2025
Hindustan Times
Bangla
সায়েন্স সিটিতে চলছে মেগা ট্রেড ফেয়ার, সেখানেই শনিবার পৌঁছে গিয়েছিলেন জিৎ।
এই মেগা ট্রেড ফেয়ার ঘিরে উপচে পড়ছে বহু মানুষের ভিড়, চলছে ১ লক্ষেরও বেশি পণ্যের বিকিকিনি।
এত ভিড়েও এদিন অনুরাগীদের চোখে পড়ে যান টলিউডের 'বস' জিৎ, সেখানেও তাঁকে ঘিরে ফেলেন অনুরাগীরা।
প্রিয় অভিনেতাকে একটিবার সামনে থেকে দেখতে, সেলফি বন্দি করতে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।
জিৎ অবশ্য অনুরাগীদের নিরাশ করেননি। ভিড়ের মধ্যেও অনেকের আবদার রাখতে তাঁদের সঙ্গে সেলফি তোলেন তিনি।
নিরাপত্তার জন্য রক্ষীরা তাঁকে ভিড় ঠেলে এগিয়ে নিয়ে যান। তবে ভিড়ে মাঝেও মিলিয়ে যায়নি টলিউডের ‘বস’-এর সেই চির পরিচিত হাসি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন…