Hindustan Times
Bangla

ব্যবসায় উন্নতি, সংসারে আসে সুখ-শান্তি, সূর্য চালিসা পাঠের রয়েছে এই উপকারিতা

সনাতন ধর্মে সপ্তাহের প্রতিটা দিনই কোনও না কোনও দেবতাকে উৎসর্গ করা হয়।

রবিবার সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। এ দিনে সূর্যনারায়ণ দেবতার পুজো করলে জীবনে খ্যাতি ও সৌভাগ্য আসে।

ধর্মীয় গ্রন্থ অনুসারে, রবিবার সূর্যের পুজোর পাশাপাশি সূর্য চালিশা করার অনেক উপকারিতা রয়েছে। জেনে নেওয়া যাক কী কী-

ধর্মীয় গ্রন্থ অনুসারে, সকালে সূর্যের সামনে দাঁড়িয়ে সূর্য চালিসা পাঠ করলে শরীর রোগমুক্ত হয়।

রবিবার সূর্য চালিসা পাঠ গ্রহের দোষ দূর হওয়ার সম্ভাবনা থাকে। রাশিতে সূর্যের অবস্থান মজবুত হয়।

রাশির সূর্যের অবস্থান বৃদ্ধি হলে জীবনে খ্যাতি ও সম্মান বৃদ্ধি পায়।

সূর্য চালিসার পাঠ সূর্য দেবতার আশীর্বাদ নিয়ে আসে। জীবনে সাফল্যের নতুন পথ খুলে দেয়।

রবিবার সূর্য চালিসা পাঠ করলে সুখ-শান্তি আসে।

এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মগ্রন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য বিশ্বাস করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।