বলিউডে জমিয়ে ফেলেছেন, বয়স পেরালেও এখনও বিয়ে করেননি এই ৫ অভিনেত্রী
দীর্ঘ দিন ধরে বলিউডে কাজ করছেন, সুপ্রতিষ্ঠিত এই অভিনেত্রীরা বিয়ে করেননি এখনও।
এঁদের মধ্যে কেউ একাধিক সম্পর্ক জড়িয়েও শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি, কেউ সন্তান দত্তক নিয়ে মা হয়েছেন।
দেখে নিন-
'কহো না পেয়ার হ্যায়' অভিনেত্রী অমিশা পটেল এখনও অবিবাহিত। বিখ্যাত পরিচালক-প্রযোজক বিক্রম ভাটের সঙ্গে একসময় নাম জড়িয়েছিল তাঁর।
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন দুই কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন। বছর ৪৪-এর অভিনেত্রী এখনও অবিবাহিত। প্রাক্তন রোমান শলের সঙ্গে এখনও একসঙ্গে দেখা যায় সুস্মিতাকে।
অভিনেত্রী কোয়েনা মিত্র বলিউড লাইমলাইট থেকে এখন অনেকটাই দূরে থাকেন। বছর ৩৬-এর অভিনেত্রী এখনও অবিবাহিত।
একাধিক অভিনেতার সঙ্গে নাম জুড়েছে টাবুর। তবে বছর ৪৮-এর অভিনেত্রী এখনও অবিবাহিত।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন অভিনেত্রী সাক্ষী তানওয়ার। তিনি এখনও অবিবাহিত।