By Priyanka Bose
Published 3 Nov, 2023

Hindustan Times
Bangla

হ্যালোইন থিম বার্থ ডে পার্টি সুজানের, এশা থেকে শ্বেতা, কাকে দেখে ‘ভয়’ লাগল সবচেয়ে বেশি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুজান খানের হ্যালোইন থিম বার্থ ডে পার্টির ছবি

পার্টিতে হ্যালোইনের জন্য বিশেষ ভাবে সেজে হাজির হয়েছিলেন আমন্ত্রিতরা

মেরি শেলির আইকনিক হরর উপন্যাস থেকে ওরহান আওয়াত্রমানি নিজে ফ্রাঙ্কেনস্টাইনের মনস্টারের পোশাক পরেছিলেন।

ক্লিওপেট্রা সেজে হাজির হয়েছিলেন শ্বেতা বচ্চন নন্দা

সেক্সি লেপার্ড প্রিন্ট পোশাকে দেখা গিয়েছে এশা দেওলকে

সুজানের বার্থ ডে পার্টিতে যোগ দিয়েছিলেন অভয় দেওল, আলি গোনিরা

ডিজাইনার আবু জানির সঙ্গে ওরি