By
Published 23 Jan, 2023

Hindustan Times
Bangla

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখেছেন? এর অর্থ আদৌ কতটা শুভ জানেন কী

স্বপ্নে নানারকম  দৃশ্যই দেখতে পাই আমরা। এর মধ্যে কিছু দৃশ্য খারাপ আবার কিছু দৃশ্য ভালো।

অনেক সময়, পরিবারের কোনও মৃত সদস্যকে স্বপ্নে রেগে থাকতে দেখা যায়। এর অর্থ জীবদ্দশায় তার কোনও ইচ্ছে হয়তো পূরণ হয়নি।

স্বপ্নে মৃত ব্যক্তির সঙ্গে কথা বলা অবশ্য শুভ লক্ষণ। বলা হয়, এমন স্বপ্ন দেখলে অসমাপ্ত কাজ সমাপ্ত হয়।

স্বপ্ন শাস্ত্র অনুযায়ী, মৃত ব্যক্তি স্বপ্নে কিছু বলতে চাইছে অথচ আপনি কিছু বুঝতে পারছেন না, এমন হলে সে স্বপ্ন অশুভ । এমনটা খারাপ ঘটনার ইঙ্গিত।

অনেক সময়, পরিবারের কোনও মৃত সদস্যকে স্বপ্নে রেগে থাকতে দেখা যায়। এর অর্থ জীবদ্দশায় তার কোনও ইচ্ছে হয়তো পূরণ হয়নি।

স্বপ্নে কোনও জীবিত ব্যক্তির মৃত্যু দেখলে মনে করা হয়, সেই ব্যক্তি বয়স বাড়ে।

এই বিশ্বাস প্রাচীন শাস্ত্র নির্ভর। বিভিন্ন মাধ্যমের উপর এটি নির্ভর করে।