স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও রোগী ফিরিয়ে দেয় বেসরকারি হাসপাতাল। এহেন অভিযোগের সংখ্যা কম নয়। সেই সমস্যার সমাধানেই বড় পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর।
প্যাকেজের বাইরের চিকিৎসায় ওষুধ এবং ডায়াগনস্টিক পরীক্ষার জন্য এতদিন বরাদ্দ ৫ হাজার টাকা ছিল। সেটি এবার বাড়িয়ে বড় হাসপাতালের জন্য ২৫ হাজার টাকা করা হয়েছে।
রাজ্যের ৩০টি NBHL(ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড অফ হসপিটালস অ্যান্ড ল্যাবরেটরিজ) অনুমোদিত হাসপাতালে এই সুবিধা মিলবে।
এবার থেকে সরকারি হাসপাতালে হার্ট ও হাড়ের চিকিৎসায় বিভিন্ন প্রতিস্থাপনের খরচও মিলবে স্বাস্থ্যসাথী কার্ডে।
এতদিন বিনা খরচে হার্টের পেসমেকার, স্টেন্ট কিনতে বা হাড়ের ক্ষেত্রে প্লেট, নেল, পিন, স্ক্রু পেতে সরকারি হাসপাতালে মজুতের উপরেই নির্ভর করতে হত।
মজুত না থাকলে চিকিৎসায় দেরি হত। এখন থেকে বাইরে খোলা বাজার থেকে কিনেই রোগীর চিকিৎসায় তা ব্যবহার করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্যসাথীতে অকারণে সরকারি খরচ কমাতে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়মিত অডিটও করা হবে। কলকাতা সহ জেলার ২০০জন চিকিৎসককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তাঁরা স্বাস্থ্যসাথীতে জমা পড়া অন্তত ৩০% বিল অডিট করবেন।