Hindustan Times
Bangla

দীর্ঘদিন পর আবার ঢালিউডে কাজ করবেন  অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবির নাম ‘আলতাবানু জোছনা দেখেনি’। ছবির পরিচালক হিমু আকরাম। স্বস্তিকার বিপরীতে অভিনয় করবেন শরিফুল রাজ।

হিমু আকরাম প্রথমবার নিজের লেখা গল্পে কোনও ছবি পরিচালনা করতে চলেছেন। ২০২৩ এর সেপ্টেম্বর মাসে ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার কথা প্রথম জানায় পরিচালক।এর আগে তিনি বিভিন্ন ধারাবাহিকের জন্য অনেক কাজ করেছেন।ছবির চিত্রনাট্য লিখছেন মোহাম্মদ নাজিম উদ দৌলা, মোহাম্মদ নাজিম উদ্দিন এবং হিমু। 

জানা গিয়েছে ছবির জন্য ইতিমধ্যেই চুক্তিতে সাক্ষর করেছেন শরিফুল রাজ। ছবিটির প্রযোজনা করবে বেঙ্গল মাল্টিমিডিয়া। ছবির অন্যান্য কাস্টিং-এ থাকবেন ইরেশ যাকের, মামুনুর রশীদ, সোহেল মণ্ডলদের বলেও জানা গিয়েছে।

ছবির গল্প প্রসঙ্গে প্রশ্ন উঠলে হিমু জানান, এটি একটি ডার্ক থ্রিলার গল্প। আর প্রধান চরিত্র আলতাবানু-র ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা মুখার্জীকে। আপাতত ছবির প্রাথমিক সব প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই শ্যুটিংয়ের কাজও শুরু হবে। 

এই চরিত্রে তাঁর অনেকগুলি দিক থাকবে। পুরোনো ঢাকার একটি বাড়িতে শিকল দিয়ে আটকে রাখা হয় নায়িকাকে। এখানেই তার সঙ্গে দেখা হয় তার ভালোবাসার মানুষের সঙ্গে, যে চরিত্রে  থাকবেন শরীফুল রাজ। তবে, এই সিনেমায় রাজের আরও দুটি রূপে দেখা যাবে বলে জানা গেছে

এর আগেও ওপার বাংলার সঙ্গে কাজ করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবির নাম ছিল ‘সবার উপরে তুমি’, অভিনেতা শাকিব খানের বিপরীতে ছিলেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, কামরুল হোসেন রিফাতের পরিচালনায় ‘ওয়ান ইলেভেন’ নামে ওপর একটি ছবিতেও কাজ করবেন তিনি। 

চলতি বছরেই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন স্বস্তিকা। চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত সিনেমা ‘বিজয়ার পরে’ দেখানো হয়। এরপরই বাংলাদেশের সঙ্গে তার পরবর্তী প্রোজেক্টের বিষয়ে আলোচনা হয়।