By Priyanka Mukherjee
Published 23 Nov, 2024
Hindustan Times
Bangla
গোঁফ দিয়ে যায় চেনা! ছদ্মবেশে বাংলা সিরিয়ালের নায়িকা, চিনলেন?
সরু গোঁফ, মাথায় টুপ, ওয়েটারের লুকে সামনে এলেন অভিনেত্রী। সিরিয়ালের আসন্ন ট্র্যাকে এমনই ছদ্মবেশ তাঁর।
কোন গোপনে মন ভেসেছের শ্যামলীকে দেখা গেল এমন লুকে। ছবি দিয়ে নায়িকার প্রশ্ন, 'কেমন লাগলো শ্যামলীর এই লুক?'
শ্যামলীর পোস্টে কমেন্টের বন্যা, তবে সবচেয়ে আদুরে মন্তব্য এল হবু বরের কাছ থেকে
শ্বেতার ছবির কমেন্ট বক্সে রুবেল লেখেন, 'আমার ছোটু লাল'
পর্দায় শ্যামলীর সতীন-কাঁটা এখন অতীত, ওদিকে শোনা যাচ্ছে শীঘ্রই বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছে নায়িকা
জানুয়ারি মাসেই রুবেলের সঙ্গে শুভকাজটা সেরে ফেলবেন অভিনেত্রী। আপতত শেষ মুহূর্তের ব্যস্ততা
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন