By Priyanka Mukherjee
Published 21 Jan, 2025
Hindustan Times
Bangla
বউভাতের দুপুরে 'নীলাম্বরী শ্বেতা, রিসেপশনে কেমন সাজবেন রুবেলের বউ?
রবিতে সাত পাক ঘুরেছিলেন শ্বেতা-রুবেল। মঙ্গলবার নিয়ম মেনে অনুষ্ঠিত হচ্ছে নবদম্পতির বউভাত
বউভাতের দুপুরে রুবেল ঘরণীর দেখা মিলল এক ডিজাইনার বুটিকের নীল ভারী সিল্কের শাড়িতে। সঙ্গে জরির কাজ
গা ভর্তি সোনার গয়না, সঙ্গে পার্লের ছোঁয়া ছিল গয়নায়। সাক্ষাৎ মা লক্ষ্মী লাগছিল শ্বেতাকে
রুবেলের নামের সিঁদুর রাঙা শ্বেতার সিঁথি। বিয়ের অনুষ্ঠানে নায়িকার স্টাইলের দায়িত্ব সামলাচ্ছেন রুদ্র সাহা
বিয়েতে লাল বেনারসিতে চমকে দিয়েছেন শ্বেতা। বউভাতের রাতে কেমন সাজবেন?
রিসেপশনে লেহেঙ্গা পরলেন এই টেলি সুন্দরী। সাজে রইল হালকা মর্ডান টাচ থাকবে।
আকাশি লেহেঙ্গায় ঝলমলে শ্বেতা। বউয়ের হাত ধরে রুবেল
সাদা-রুপোলি শেরওয়ানিতে দেখা মিলল রুবেলের
শ্বেতা-রুবেলের বিয়েতে হাজির ছিল কোন গোপনে মন ভেসেছে-র গোটা টিম। এদিন থাকবে নিম ফুল পরিবার
ক্লিক করুন