Hindustan Times
Bangla

পিরিয়ড শুরুর আগে অতিরিক্ত সাদা স্রাবের লক্ষণ, হতে পারে মারাত্মক রোগ

প্রায়শই মহিলারা যোনি থেকে সাদা স্রাব নির্গত হয়। মাসিক চক্র, প্রজননে সক্ষম মহিলাদের ঘন ঘন সাদা, হলুদ ও আঠালো তরল যোনি স্রাব নির্গত হয়। 

সাধারণত পিরিয়ড শুরুর আগে এই সাদা স্রাব নির্গত হওয়া খুবই স্বাভাবিক। দিনে প্রায় দুই থেকে তিনবার এমনটা ঘটে থাকে। এই পরিস্থিতিকে লিউকোরিয়া নামে পরিচিত।

সাদা স্রাব কিছু পরিস্থিতিতে স্বাভাবিক এবং কিছু ক্ষেত্রে এটি আপনার খারাপ স্বাস্থ্যের কারণে হতে পারে। 

দিনে তিনবারের বেশি যদি সাদা থেকে ধূসর রঙের তরল স্রাবের সঙ্গে দুর্গন্ধ ও চুলকানি হলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, লিউকোরিয়া কোনও রোগ নয়, তবুও অতিরিক্ত সাদা স্রাব নির্গত হলে অসংখ্য অসুস্থতার বিকাশের কারণ হতে পারে।

 সাদা স্রাব যদি মাত্রাতিরিক্ত নির্গত হলে স্বাস্থ্যকর, পুষ্টিকর খাবার খাওয়া উচিত। এছাড়া প্রচুর পরিমাণে জল পান করা উচিত। 

পাশাপাশি ব্যক্তিগত জায়গায় সবসময় পরিচ্ছন্ন রাখা উচিত। তাতে সাদা স্রাব নির্গত হয় স্বাভাবিক নিয়মেই।