By Sanket Dhar
Published 17 Sep, 2023
Hindustan Times
Bangla
বিশ্বের সর্ববৃহৎ হনুমান মূর্তি ভারতের এই রাজ্যেই! উচ্চতা জানলে চমকে যাবেন
বিশ্বের সবচেয়ে বড় হনুমান মূর্তি রয়েছে ভারতের অন্ধপ্রদেশে। বিজয়ওয়াড়া থেকে ৩০ কিমি দূরে অবস্থিত এটি।
উচ্চতার নিরিখে এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম মূর্তি। মূর্তিটি ১৩৫ ফুট লম্বা।
বিশালাকার এই হনুমান মূর্তি ২০০৩ সালে স্থাপন করা হয়। ওই বছরই এটি বৃহত্তম মূর্তির রেকর্ড ভাঙে।
পরিতলা অঞ্জনেয় মন্দিরে রয়েছে হনুমানজির পুণ্য মূর্তি। দূরদূরান্ত থেকে দর্শকরা এই মূর্তি দেখতে আসেন।
বীর অভয় অঞ্জনেয় হনুমান স্বামীর এই মূর্তিকে খুবই জাগ্রত বলে মনে করা হয়।
লিমকা বুক অব রেকর্ডসেও এই মূর্তির কথা রয়েছে। ব্রাজিলের রিডিমারের মূর্তির পরেই রয়েছে এটি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন