Hindustan Times
Bangla

দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি টানলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার হঠাৎ করেই অবসরের কথা ঘোষণা করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার।

তামিম ইকবাল বর্ণোজ্জ্বল কেরিয়ারে ৭০টি টেস্ট, ২৪১টি ওয়ান ডে ও ৭৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।

টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫১৩৪ রান সংগ্রহ করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ১০টি।

ওয়ান ডে ক্রিকেটে তামিম বাংলাদেশের হয়ে সব থেকে বেশি ৮৩১৩ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ১৪টি।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তামিম বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৭৫৮ রান সংগ্রহ করেছেন। ১টি শতরান ও ৭টি অর্ধশতরান করেছেন তিনি।

বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাট মিলিয়ে ১৫ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন তামিম।

তিন ফর্ম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সব থেকে বেশি ২৫টি আন্তর্জাতিক শতরান করেছেন তামিম।

তিন ফর্ম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৯৪টি আন্তর্জাতিক হাফ-সেঞ্চুরি করেছেন তামিম।