Hindustan Times
Bangla

যাত্রীবাহি গাড়ির দাম বাড়াচ্ছে টাটা মোটর্স

আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন গাড়ির দাম বাড়বে  বলে জানিয়েছে সংস্থা। 

১.২ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হতে পারে বিভিন্ন মডেলের। চলতি মাসের শুরুতেই বিভিন্ন মডেলের দাম বাড়িয়েছে মারুতি সুজুকিও। 

নয়া নিয়ম মানতে গিয়ে গাড়ি উত্পাদনের খরচ বাড়ছে। তাছাড়া গাড়ির যন্ত্রাংশ, কাঁচামালের দাম বেড়েছে। সেই কারণেই গাড়ির মূল্য বাড়াচ্ছে সংস্থাগুলি। 

কোন গাড়ির দাম কত বাড়বে তা এখনও জানায়নি টাটা মোটর্স। সেটি মডেলের উপর নির্ভর করছে। 

গত কয়েক বছরে যাত্রীবাহি গাড়ির সেগমেন্টে অনেকটাই এগিয়ে এসেছে টাটা মোটর্স। আধুনিক ডিজাইন, ফিচার্স ও দুর্দান্ত সেফটি ফিচার্সের কারণে ভালই বাজার দখল করেছে সংস্থা।