Hindustan Times
Bangla

বেনারসের ঘাটে জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর মহামিলন! শ্যুটের ফঁকে কী করছেন অঙ্কিতা-সৌম্যদীপরা?

সম্প্রতি শ্যুটিং-এর জন্য বেনারস উড়ে গিয়েছে জগদ্ধাত্রীর ইউনিট, আর এবার সামনে এল ধামাকা ছবি

গঙ্গারঘাটে অস্থি বিসর্জন করতে গিয়েই সত্যিটা সামনে আসবে স্বয়ম্ভূর, এবারও নায়ক-নায়িকার মিলনের কাণ্ডারী কৌশিকি

শ্যুটিং-এর ফাঁকে বেনারসের ঐতিহ্য আর সংস্কৃতি চাক্ষুস দেখছেন অঙ্কিতা-সৌম্যদীপরা

বেনারসের ঘাটে গঙ্গা আরতির সাক্ষী সৌম্যদীপ, ছিলেন অঙ্কিতাও

গঙ্গায় নৌকাবিহারে মজে পর্দার জ্যাস স্যানাল। টিআরপি দেখে ফুরফুরে মেজাজে অঙ্কিতা

দু-বছর পরেও টিআরপি তালিকায় জগদ্ধাত্রী ম্যজিক অব্যাহত, সেরা ৪-এ ঠাঁই পেয়েছে এই মেগা

বেনারসে শ্যুটিংয়ের ফাঁকে টিয়ার সঙ্গে বন্ধুত্ব পাতাচ্ছেন সৌম্যদীপ

কাজের ফাঁকে হই-হুল্লোড় আর জমিয়ে খাওয়া-দাওয়ায় মেতে টিম জগদ্ধাত্রী। বেনারসের চাট থেকে পান, চেখে দেখছেন সকলেই।