Hindustan Times
Bangla

গরুড় পুরাণে উল্লেখিত ৭টি সবচেয়ে বড় পাপ। 

গরুড় পুরাণ হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ, যা জীবন, মৃত্যু, ধর্ম এবং পাপ ও পুণ্য সম্পর্কে গভীর শিক্ষা দেয়। 

গরুকে মাতার সমান মনে করা হয় এবং গোহত্যাকেও মহাপাপ হিসেবে বিবেচনা করা হয়। 

গরুড় পুরাণ অনুসারে, অর্থের লোভে কারও সম্পত্তি দখল করা বা শোষণ করাও একটি মহাপাপ।

গরুড় পুরাণে, ব্রাহ্মণদের বিদ্যা ও ধর্মের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের হত্যা করা অত্যন্ত মারাত্মক পাপ বলে বিবেচিত হয়।

গরুড় পুরাণে বড়দের সম্মান না করা এবং তাদের অপমান করাকেও মহাপাপ বলে মনে করা হয়। 

জীবনে ধর্ম ও অর্থের পথ থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন পাপকর্ম করাও গরুড় পুরাণে উল্লিখিত শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। 

বাবা-মাকে অবহেলা করা বা তাদের সম্মান না করাও একটি বড় পাপ। 

শরীরকে অপবিত্র রাখা, দৈনন্দিন কাজকর্ম না করা এবং শারীরিক পরিচ্ছন্নতার যত্ন না নেওয়াও পাপের মধ্যে গণ্য।