Hindustan Times
Bangla

বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে মেলবোর্ন দর্শকে পরিপূর্ণ ছিল। 

তাদের মধ্যে থেকেই এক জন ভক্ত মাঠে ঢুকে পড়েন, কিছুক্ষণ খেলা বন্ধ ছিল।

নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে মাঠে ঢুকে পড়েন সেই ভক্ত। 

সেই সময়ে টিম ইন্ডিয়া ফিল্ডিং করছিল, মাঠে কোহলি-রোহিতরা উপস্থিত ছিলেন।

ভারত অধিনায়ক রোহিত শর্মা সেই ভক্তকে আটকানোর চেষ্টাও করলেও ব্যর্থ হন।

সেই দর্শক মাঠে গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। 

ভক্তের এমন কাণ্ড মোটেও ভালোভাবে নেননি কোহলি। অসন্তুষ্ট ছিলেন রোহিত শর্মাও।

নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে মাঠ থেকে বের করে নিয়ে গেলে খেলা শুরু হয়।

তবে এই প্রথম নয়, এর আগে ২০২৩ বিশ্বকাপের ফাইনালেও এই ভক্ত মাঠে ঢুকে কোহলিকে জড়িয়ে ধরেছিলেন।