By Priyanka Bose
Published May 7, 2023
Hindustan Times
Bangla
দৈর্ঘ্যে ৬৪০০ কিমি, বহু জটিল কায়দায় তৈরি চিনের প্রাচীর, দেখে নিন রহস্যময় ছবি
'দ্য গ্রেট ওয়াল অফ চায়না'কে বিশ্বের ৭টি আশ্চর্যের মধ্যে একটিকে গণ্য করা হয়। মাটি ও পাথর দিয়ে তৈরি এই দেওয়াল
চিনের একাধিক সম্রাট সময়ক্রমে এই প্রাচীর তৈরি করেছেন
এই প্রাচীরের দৈর্ঘ্য় ৬৪০০ কিলোমিটার। এটি বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট কাঠামো
শুধু তাই নয়, এই মানবসৃষ্ট কাঠামো মহাকাশ থেকেও দেখা যায়
এই প্রাচীর পুরোপুরি সংযুক্ত না হলেও অনেক জায়গায় খালি
কোথাও কোথাও উচ্চতাও পরিবর্তিত হয়। কিছু জায়গায় ৯ ফুট পর্যন্ত উঁচু, কিছু জায়গায় ৩৫ ফুট পর্যন্ত উঁচু প্রাচীর
'দ্য গ্রেট ওয়াল অফ চায়না' UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত। ১৯৮৭ সালে UNESCO তালিকায় অন্তর্ভুক্ত করে
প্রতি বছর ১০ মিলিয়ন দর্শক চিনের মহা প্রাচীর দেখতে আসেন
আরও বলা হয়, এই প্রাচীর তৈরির সময় যে সমস্ত শ্রমিক কঠোর পরিশ্রম করেননি তাঁদের এই দেওয়ালের নীচে চাপা দেওয়া হয়েছিল।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন