Hindustan Times
Bangla

নিজের হাতে ঘর সাজিয়েছেন আদা, 'দ্য কেরালা স্টোরি' গার্লের বাড়িতে দারুণ ভাবে হচ্ছে ওনাম

দক্ষিণ ভারতের অন্যতম প্রধান উৎসব ওনাম। ২০ অগস্ট থেকে শুরু হয়েছে এবং ৩১ অগস্ট পর্যন্ত চলবে৷ মালয়ালম ক্যালেন্ডার অনুসারে এই ১০ দিনের উত্সবটি চিংগাম মাসে পালিত হয়, ওনামের উত্সব।

ওনাম চিংগাম মাসে পালিত হয়। এটি হল মালায়লাম ক্যালেন্ডারের সূচনা এবং ফসল কাটার উৎসব। 

বাড়িতে ঘরোয়া আয়োজনে ওনাম উৎসব পালন করেছেন অভিনেত্রী আদা শর্মা। সেই ছবি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়

ওনামের মূল ঐতিহ্যই হল, নতুন ফসল দিয়ে দুই ডজনেরও বেশি নিরামিষ পদের রান্না। কলা পাতায় সাজিয়ে খাওয়া হয় সেই খাবার। 

বাড়িতে ওনাম আয়োজন নিজের হাতে সেরেছেন আদা। ঘর সাজিয়েছেন ফুল দিয়ে। 'দ্য কেরালা স্টোরি' অভিনেত্রীর ওনাম পালনের ছবি

দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী উত্সব। ওনাম উত্সবের সময়, লোকেরা  ফুল এবং রঙ্গোলি দিয়ে তাদের ঘর সাজায়। এই দিনগুলিতে ভগবান বিষ্ণু এবং মহাবলীর আচারের সঙ্গে পুজো করা হয়।