By Tulika Samadder
Published 3 Feb, 2025
Hindustan Times
Bangla
মুরগির মাংসের চেয়ে বেশি প্রোটিন থাকে এই ৫ খাবারে
মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। কিন্তু জানেন কি, এমন কিছু খাবার রয়েছে যার থেকে চিকেনের থেকেও বেশি প্রোটিন পাওয়া সম্ভব।
PEXELS, DELISH
এরকম ৫টি বিষয় সম্পর্কে জানুন পরবর্তী স্লাইডে।
PEXELS
২৫০ গ্রাম গ্রিক ইয়োগার্ট থেকে ২৫.২ গ্রাম প্রোটিন পাওয়া সম্ভব।
PEXELS
রান্না করা ৮৫ গ্রাম টুনা মাছ থেকে ২৫.৫ গ্রাম প্রোটিন পাওয়া সম্ভব।
PEXELS
১৫০ গ্রাম চিংড়ি মাছ থেকেপ্রায় ৩১ গ্রাম প্রোটিন পাওয়া সম্ভব, যা চিকেনের থেকে অনেক বেশি।
PEXELS
৮৫ গ্রাম পারমেজন চিজে থাকে ৩০ গ্রাম প্রোটিন।
UNSPLASH
১ কাপ পনিরে থাকে ২৮ গ্রাম প্রোটিন।
PEXELS
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন