খুব কম মানুষ আছেন যারা নিজেদের নম্র, ভদ্র স্বভাবের জন্য লোকের কাছে পরিচিত হয় থাকেন। যেমন এই ৭ রাশির জাতক/জাতিকারা।
মীন রাশি
মীন রাশির শাসক গ্রহ নেপচুন। এটি স্বপ্ন এবং আধ্যাত্মিকতার গ্রহ হিসেবে বিবেচিত হয়। এই রাশির লোকেরা অত্যন্ত নম্র ও খোলা মনের।
কর্কট রাশি
কর্কট রাশিরা অন্যদের যত্ন করে এবং তা নিঃস্বার্থ ভাবে করে থাকে। কর্কটর্ক রাশির শাসক গ্রহ চন্দ্র। অন্যের মঙ্গলের চিন্তা এদের সবসময়।
মকর রাশি
মকর রাশির লোকেরা কঠোর পরিশ্রমী হয়। মকর রাশির শাসক গ্রহ হল শনি। যাকে দায়িত্ব ও শৃঙ্খশৃ লার গ্রহ বলা হয়। মকররা তাঁদের নিষ্ঠার মাধ্যমে লোকের মন জয় করে নেয়।
বৃষ রাশি
সরল এবং নির্ভরযোগ্য প্রকৃতির মানুষ হয়ে থাকেন বৃষ রাশির লোকেরা। শুক্র বৃষবৃ রাশির শাসক গ্রহ।
ধনু রাশি
ধনুরাশির জাতক/জাতিকাদের খোলামেলা চিন্তার মাধ্যমে তাঁদের নম্রতা প্রকাশ পায়। তাদের শাসক গ্রহ বৃহস্পতি। যাকে সমৃদ্ধি ও উন্নতির গ্রহ হিসেবে ধরা হয়।