By
Published May 2, 2023

Hindustan Times
Bangla

সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি বলিউডের এই সিনেমাগুলি দেখেছেন?

২০১৬ সালের ভারতের করা উরি অ্যাটাকের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই সিনেমা। প্রশংসিত হয় ভিকি কৌশল আর ইয়ামি গৌতমের অভিনয়। 

ফ্লাইট অ্যাটেনডেন্ট নীরজা ভানোটের জীবনের উপর তৈরি বায়োপিক 'নীরজা' বিশেষ প্রশংসা পেয়েছিল। সোনম কাপুরের কেরিয়ারের অন্যতম সেরা হিসেবে ধরা হয় এটিকে। 

সঞ্জু ছিল অভিনেতা সঞ্জয় দেবগনের বায়োপিক। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। 

চলতি বছরের অন্যতম চর্চিত ছবি মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে। সাগরিকা নামে এক মহিলা কীভাবে নরওয়ে চাইল্ড প্রোটেক্ট সার্ভিসের সঙ্গে লড়েছিলেন সন্তানদের ফেরত পেতে। 

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের গল্প ছিল ছপক। সিনেমার জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। 

দঙ্গলও ছিল বাস্তবের সত্য ঘটনার উপর নির্ভর করে। বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙেছিল আমির খানের এই সিনেমা। 

কার্গিল যুদ্ধের শহীদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার গল্প অনুসারে তৈরি হয়েছিল শেরশাহ। মুখ্য চরিত্রে সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডবানি। 

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাজ জয় নিয়ে তৈরি হয়েছিল ৮৩। কপিল দেবের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর সিং। 

১৮৯৭ সালের ভারতের সারাগড়ীর যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমা। মুখ্য চরিত্রে ছিলেন অক্ষয় কুমার ও পরিণীতি।