Hindustan Times
Bangla

১ জুলাই থেকে বদলে যাবে সিম কার্ডের এই নিয়ম। 

সিম সোয়াপ জালিয়াতি এড়াতে, নিরাপত্তার কথা মাথায় রেখে TRAI নিয়ম পরিবর্তন করছে।

মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সিম কার্ড চুরি হয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে, ব্যবহারকারীদের ৭ দিন অপেক্ষা করতে হবে, তার পরেই তারা একটি নতুন সিম কার্ড পাবেন।

আগে, যদি আপনার সিম কার্ড চুরি হয়ে যেত বা ক্ষতিগ্রস্ত হত, তাহলে দোকান থেকে তাৎক্ষণিকভাবে একটি সিম কার্ড পেতেন। 

কিন্তু এখন এর লকিংয়ের সময়কাল বাড়ানো হয়েছে।

জালিয়াতি এবং প্রতারণা রোধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অনলাইনে প্রতারণা রোধ করার লক্ষ্যে মার্চ মাসে ট্রাই কর্তৃক এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল।