By Priyanka Bose
Published 22 Jan, 2024
Hindustan Times
Bangla
অযোধ্যায় 'প্রাণপ্রতিষ্ঠা', একনজরে দেখে নেওয়া যাক ছোট পর্দায় কারা রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন
শুধু ভারত নয়, গোটা দক্ষিণ এশিয়ার মানুষের অন্যতম প্রিয় চরিত্র অযোধ্যার রাজপুত্র রাম। ছোট পর্দায় বারবার তুলে ধরা হয়েছে তাঁর জীবনকাহিনী।
দেখে নেওয়া যাক রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করা শিল্পীদের-
রাম বলতে প্রথমেই যাঁর কথা মনে পড়ে তিনি হলেন অরুণ গোভিল। ১৯৮৭-তে টেলিভিশনে রামানন্দ সাগরের যে রামায়ণ সিরিজ হয়েছিল তাতে রাম হয়েছিলেন তিনি।
বুদ্ধ টিভি সিরিয়াল থেকে পরিচিত হয়ে ওঠা অভিনেতা হিমাংশু কোহলিও রাম হয়েছেন।
রাম হয়েছেন জনপ্রিয় টিভি অভিনেতা আশিস শর্মা।
রাম হয়েছিলেন অভিনেতা গুরমিত চৌধুরী। অরুণ গোভিলের পর তিনিই ছোট পর্দায় জনপ্রিয়তম রামচন্দ্র। তাঁর স্ত্রী দেবিনা করেছিলেন সীতার চরিত্র।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন