By Priyanka Bose
Published 7 Nov, 2023

Hindustan Times
Bangla

আসছে সলমন-ক্যাটরিনা-ইমরানের 'টাইগার ৩', এই ছবিতে কোন কোন চমক থাকছে

 ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত 'টাইগার ৩'। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি।

ছবিটি শুধু সলমন এবং ইমরানকে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে লিপ্ত হতে দেখা গিয়েছে এমনটা একদমই নয়, রয়েছে ক্যাটরিনা কাইফের টাফ লুকও। তাঁকে তোয়ালে পরে মারপিট করতে দেখা যাবে।

যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন এই ছবিতে ইমরানকে আতিসের চরিত্রে দেখা যাবে। সলমনকে দেখা যাবে অবিনাশ সিংহ রাঠোরের চরিত্রে।

ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইমরানকে। নিজের চরিত্র নিয়ে অভিনেতা বলছেন, 'আতিসের চরিত্রটাকে পর্দায় তুলে ধরা আমার কাছে বেশ উপভোগ্য। আমার চরিত্রটার টাইগারের ওপর এতটাই রাগ যে তাকে শেষ করার জন্য যে কোনও কাজ করতে প্রস্তুত'। 

অভিনেতা আরও জানিয়েছেন, 'এই চরিত্রটার বিশেষত্ব হল, এর সবচেয়ে সেরা অস্ত্র মাথা। আতিস যে কী কী ভাবে টাইগারকে শেষ করার ছক কষে, সেটাই এই চরিত্রের অন্যতম আকর্ষণ। সম্পূর্ণ একা পরিকল্পনা করে এই চরিত্র টাইগারের কীভাবে বিরোধিতা করে সেটা দেখার'।

 ‘টাইগার ৩’ ছবিতেও এক ফ্রেমে ধরা দিতে চলেছেন শাহরুখ ও সলমন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিটের অগ্রিম বুকিং।