Hindustan Times
Bangla

জামনগরে নামতেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন, দেখুন টাইগারের কেক কাটার ছবি

এই মুহূর্তে বলিউডের সবচেয়ে ফিট অভিনেতাদের তালিকায় একদম উপরের সারিতে আসবে টাইগার শ্রফের নাম। ফিটনেসের মামলায় সুপারহিট জ্যাকি পুত্র।

অনন্ত-রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে জামনগর উড়ে এসেছেন টাইগার শ্রফ।

আজ অভিনেতার জন্মদিন। জামনগর বিমানবন্দরে পা রাখতেই পাপারাৎজ্জি কেক উপহার দেন অভিনেতাকে।

সকলের শুভেচ্ছা নিয়ে কেক কাটেন অভিনেতা। সেখানেই কেক মুখ সারেন।

১৯৯০ সালের ২রা মার্চ জন্মেছিলেন জ্যাকি ও আয়েশা শ্রফ পুত্র। জানেন কি জন্মের পর বাবা-মা আদর করে ছেলের নাম রেখেছিল জয় হেমন্ত শ্রফ। স্কুলজীবনেও এই নামেই পরিচিত ছিলেন টাইগার।

ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে নিজের নাম পালটে ফেলেন এই তারকা পুত্র। ২০১৪ সালে হিরোপন্তি ছবির সঙ্গে অভিনয় কেরিয়ার শুরু করেন টাইগার। 

বিমানবন্দরে নেমে বলিউডের প্রবীণ অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে ছবিও তোলেন টাইগার।