Hindustan Times
Bangla

তৃতীয় কনিষ্ঠ ব্যাটার হিসেবে IPL-এ ১০০০ রান তিলক বর্মার, চোখ রাখুন সেরা পাঁচে

সব থেকে কম বয়সে আইপিএলে ১০০০ রানের মাইলস্টোন টপকেছেন কারা, দেখে নিন সেরা পাঁচের তালিকা।

৫. সঞ্জু স্যামসন ২১ বছর ১৮৩ দিন বয়সে আইপিএলে ১০০০ রান পূর্ণ করেন।

৪. পৃথ্বী শ ২১ বছর ১৬৯ দিন বয়সে আইপিএলে ১০০০ রানের গণ্ডি টপকান।

৩. তিলক বর্মা ২১ বছর ১৬৬ দিন বয়সে আইপিএলে ১০০০ রানের মাইলস্টোন টপকান।

২. যশস্বী জসওয়াল ২১ বছর ১৩০ দিন বয়সে আইপিএলে ১০০০ রান পূর্ণ করেন।

১. আইপিএলে সব থেকে কম ২০ বছর ২১৮ দিন বয়সে ১০০০ রান পূর্ণ করেন ঋষভ পন্ত।

তিলক জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলার পথে আইপিএলে ১০০০ রানের গণ্ডি টপকান।

আইপিএলের ৩৩টি ম্যাচের ৩৩টি ইনিংসে ব্যাট করতে নেমে তিলক সাকুল্যে ১০১৩ রান সংগ্রহ করেছেন।