Hindustan Times
Bangla

মিষ্টি ও রসালো কমলালেবু যেভাবে চিনবেন, রইল কেনার ৫ টিপস

শীতকালে কমলালেবু খাওয়া উপকারী হিসেবে ধরা হয়। এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

তবে কমলালেবু বেশি টক হলে যেন আনন্দটাই মাটি। দেখে নিন কীভাবে বুঝবেন লেবু মিষ্টি কি না

টিপস ১: আপনার হাতে কমলা নিন আর তার ওজন অনুভব করুন। খুব হালকা হলে বুঝবেন তা রসালো বা মিষ্টি, কোনওটাই হবে না। 

টিপস ২: হাত দিয়ে চেপে দেখুন কোথাউ নরম লাগছে কি না! আর যদি নরম পা ফাঁপা লাগে তাহলে ভিতরটা পচাও বের হতে পারে। 

টিপস ৩: কমলালেবুর খোসায় সামান্য সবুজ আভা থাকলেও তা কেনা থেকে বিরত থাকুন। কারণ এটা টক হতে পারে। 

টিপস ৪: এমন লেবু বাছুন যা গাঢ় কমলা রঙের। সেগুলি মিষ্টি হবে। 

টিপস ৫: লেবু নাকের কাছে নিয়ে শুঁকে দেখুন। সুগন্ধ বেশি থাকা মানেই বুঝবেন সেটি মিষ্টি হবে।