Hindustan Times
Bangla

কাঁচের বাসন নতুনের মতো থাকে... এইভাবে পরিষ্কার করলে

বাড়িতে থাকা কাঁচের বাসন আর রেস্তোরাঁর কাঁচের বাসনের চকচকে ভাবের মধ্যে থাকে বহু ফারাক। তবে চাইলে আপনিও আপনার বাড়ির কাচের বাসনকে চক চকে করে তুলতে পারবেন।

কোন পদ্ধতিতে কাঁচের বাসন মাজলে তা ঝকঝকে হয় দেখে নিন।

গরম জলে লেবুর রস ফেলে দিন। তারপর তা কাঁচের বাসনে ঢেলে আধঘণ্টা ভিজিয়ে নিন। এতেই চমকাবে বাসন।

কাঁচে ফাটলের দাগ ধরলে, সেখানে রেখে নিন একটা চামচ। এছাড়াও কাঁচের বাসন মাজার পর পেপার টাওয়েলে তা মুছতে পারেন।

পরিষ্কার সুতির কাপড়ে ভিনিগার ঢেলে নিয়ে কাঁচের বাসন মুছে নিন। এতে চকচকে হবে বাসন। এছাড়াও চালের ধোয়া জলে কাচের বাসন ডুবিয়ে রেখে পরে ধুয়ে নিন। হবে পরিচ্ছন্ন।

কাঁচের বাসনে দাগ পড়লে ঈষদুষ্ণ জলে বেকিং সোডা মিশিয়ে তাতে ডুবিয়ে রাখুন, পরে তা ধুয়ে নেবেন।