By Tulika Samadder
Published May 18, 2023
Hindustan Times
Bangla
এই ৫ উপায়ে খুশি করুন মা লক্ষ্মীকে, ধন-সম্পদের বৃষ্টি হবে
প্রত্যেকেই জীবনে সুখ-সমৃদ্ধি কামনা করে। আর বাস্তুশাস্ত্রে এর অনেক প্রতিদান দেওয়া আছে।
জেনে নিন সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি ও দেবী লক্ষ্মীকে খুশি করার কিছু কার্যকরী উপায়।
ঘুমনোর আগে করুন বিশেষ কাজ
দেবী লক্ষ্মীকে খুশি করতে ঘুমনোর আগে করুন কিছু বিশেষ প্রতিকার।
প্রদীপ জ্বালান
প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে পুজোর ঘরে প্রদীপ জ্বালান। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই কাজ প্রতিদিন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া সম্ভব।
কর্পূর
ঘুমনোর আগে কর্পূর ঘুরিয়ে সারা ঘরে ধুয়ো ছড়িয়ে দিন। এটি অর্থনৈতিক অবস্থাকে দৃঢ় করবে। সমস্ত নেতিবাচকতার হাত থেকে মুক্তি দেবে।
প্রধান দরজা
রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির প্রধান দরজার সামনে ময়লার বালতি বা জুতো রাখবেন না।
উত্তর-পূর্ব দিক
উত্তর-পূর্ব দিকে দেবতার অধিষ্ঠান বলে মনে করা হয়। তাই এই দিকটা রাতে ঘুমনোর আগে পরিষ্কার রাখবেন।
বড়দের সম্মান
মা লক্ষ্মীর কৃপা পেতে বাড়ির বয়ষ্কদের সম্মান করুন। এতে দেবী প্রসন্ন হন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন।