Hindustan Times
Bangla

ছেলে-মেয়ে-বউ নিয়ে আচমকাই মসজিদে জিৎ, কী বার্তা টলিউডের বসের? 

টলিউডের অন্যতম সফল স্টার জিতেন্দ্র মাদনানি, বাংলা ইন্ডাস্ট্রি তাঁকে চেনে জিৎ নামেই। 

টলিউডের পার্টিতে তাঁর দেখা মেল না। কাজের বাইরে তিনি পুরোদস্তুর ফ্যামিলিম্যান

সম্প্রতি সপরিবারে মরু শহর আবু ধাবিতে পৌঁছেছিলেন জিৎ

সেখানেই ছেলে, মেয়ে এবং স্ত্রী মোহনাকে নিয়ে বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে পৌঁছেছিলেন নায়ক

শুধু মসজিদই নয়, আবু ধাবির  শ্রী স্বামীনারায়ণ মন্দিরেও পৌঁছেছিলেন তারকা

এদিন সোশ্যল মিডিয়ায় ধর্মীয় ঐক্য এবং সম্প্রীতির বার্তা তুলে ধরলেন জিৎ। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের ভারতবর্ষে বড় হয়েছেন জিৎ। সবধর্মকেই শ্রদ্ধা করেন তিনি

টলিউড যখন কাঁপছে খাদান জ্বরে, জিৎ তখন পরিবার নিয়েই ব্যস্ত। আগামিতে তাঁকে দেখা যায়ে লায়ন ছবিতে।

এখনও শুরু হয়নি ছবির শ্যুটিং, তবে এই বছরে মুক্তি পেতে পারে লায়ন।