By Priyanka Mukherjee
Published 22 Sep, 2023

Hindustan Times
Bangla

দুই খুদেই জি বাংলার জনপ্রিয় মুখ! বোনের জন্মদিনে ছোটবেলার আদুরে ছবি দিয়ে শুভেচ্ছা দিদির, চিনলেন? 

লাল ফ্রক পরা এই খুদে বাংলা সিরিয়ালের লিডিং লেডি হওয়ার পাশাপাশি দেবের নায়িকাও বটে! এবার চিনলেন? 

হ্যাঁ, এই খুদেই হল যমুনা ঢাকি' শ্বেতা ভট্টাচার্য! বৃহস্পতিবার ছিল শ্বেতার জন্মদিন

শ্বেতার জন্মদিনে বোনের মেয়েবেলার ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য বসু

শ্বেতার মতো তাঁর দিদিও টেলিপাড়ার অতি পরিচিত মুখ। করুণাময়ী রাণী রাসমণি-সহ একাধিক সিরিয়ালে দেখা মিলেছে তনুশ্রীর। বর্তমানে গৌরী এলো-তে কাজ করছেন

শ্বেতার উদ্দেশে তনুশ্রী লেখেন- 'শুভ জন্মদিন মুন্টু, তুই খুব ভালো থাক, সুস্থ থাক, হাসতে থাক, আর ভালবাসতে থাক। পাশে আছি আমরা সব সময়'

সোহাগ জল শেয হওয়ার পর এখনও কোনও ধারাবাহিকের কাজে হাত দেননি শ্বেতা

শীঘ্রই ওটিটি-র জগতে পা রাখবেন শ্বেতা, ঋতাভরী চক্রবর্তীর নন্দিনী-তে দেখা যাবে শ্বেতাকে

মীর ফলক পরিচালিত সিরিজ নন্দিনীতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্বেতা

প্রজাপতি ছবিতে দেব-মিঠুনদের সঙ্গে দেখ গিয়েছে শ্বেতাকে

এই মুহূর্তে টেলি অভিনেতা রুবেল দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্বেতা, দুজনের প্রেম জমে ক্ষীর! 

শ্বেতা জানিয়েছেন সব ঠিক থাকলে ২০২৫ কিংবা ২০২৬-এ রুবেলের সঙ্গে সাত পাক ঘুরবেন তিনি।