By Priyanka Bose
Published 30 May, 2023

Hindustan Times
Bangla

কোরিয়ান ছেলেতে শেষে মন মজল নাকি মনামীর!

শ্যুটিং থেকে কিছু দিনের জন্য বিরতি পেতেই ছুটি কাটাতে দক্ষিণ কোরিয়ায় উড়ে গিয়েছেন মনামী ঘোষ

দক্ষিণ কোরিয়া থেকে একের পর এক ছবি শেয়ার করছেন মনামী

সদ্য কালো রঙের ক্রপ টপ এবং শর্টস পরে নতুন ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন মনামী

দক্ষিণ কোরিয়াতে পৌঁছানো সময় থেকে প্রত্যেকটি মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন অভিনেত্রী।

দক্ষিণ কোরিয়াতে বুসান থেকে ছবি থেকে অভিনেত্রী সেখানকার মনোরম আবহাওয়া এবং কোরিয়ান ছেলেদের প্রশংসা করেছেন!

নেটমাধ্যমের পাতায় লেখেন, 'উফ এই বুসানের আবহাওয়া এবং বুসানের ছেলেরা..'।

এখান থেকেই নেটিজেনের প্রশ্ন, 'তবে কী কোরিয়ান ছেলেতে মন মজল মনামীর!'