By Priyanka Bose
Published 4 Jun, 2023

Hindustan Times
Bangla

লাইমলাইট থেকে দূরে থাকেন, চিনে নিন ঋতুপর্ণার মেয়ে ঋষণাকে

সফল কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও মা হিসেবে সমস্ত দায়িত্ব সামলান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

কর্মসূত্রে সিঙ্গাপুরে থাকেন ঋতুপর্ণার স্বামী। কাজের সূত্রে কলকাতা এবং মুম্বই করতে হয় ঋতুপর্ণাকে। তবে স্বামী-সন্তানদের নিয়ে সিঙ্গাপুরে সুখী গৃহকোণ অভিনেত্রীর।

ঋতুপর্ণার দুই সন্তান, ছেলের নাম অঙ্কন এবং মেয়ে ঋষণা। সিঙ্গাপুরের স্কুলে পড়াশোনা করে ঋতুপর্ণার সন্তানরা।

প্রায়শই  সোশ্যাল মিডিয়ায় ছেলে-মেয়ে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করেন ঋতুপর্ণা

দুই সন্তানকে লাইমলাইটের জগত থেকে দূরে রেখেই মানুষ করছেন অভিনেত্রী

যতই কাজের ব্যস্ততা থাক সন্তান এবং স্বামীর সঙ্গে সময় কাটানোর কোনও অবসর ছাড়তে চান না অভিনেত্রী

মায়ের মতই সুন্দরী ঋতুপর্ণার মেয়ে ঋষণা