Hindustan Times
Bangla

রামরাজা মন্দিরে পুজো দিতে গেলেন রুক্মিণী, দিলেন ছবি, সঙ্গে কে বলুন তো

মধ্যপ্রদেশের অরছার রামরাজা মন্দিরে গিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র

মা মধুমিতা মৈত্রের সঙ্গে মন্দিরে গিয়েছেন অভিনেত্রী

মন্দিরের বাইরে দাঁড়িয়ে মাকে জড়িয়ে ধরে নেটমাধ্যমের পাতায় ছবি শেয়ার করেছেন রুক্মিণী

অরছার রামরাজা মন্দির ভ্রমণের ছবি শেয়ার করে রুক্মিণী লেখেন, 'মায়ের সাথে দর্শন, খুশী হয়ে গেছে এই মন..'।

উল্লেখ্য, ফেসবুক পেজ হ্যাক হয়েছে রুক্মিণীর। সেকথা নিজের মুখেই জানিয়েছেন অভিনেত্রী।

সোমবার রুক্মিণী মৈত্র নিজের ইনস্টাস্টোরিতে লিখেছেন, ‘আমার অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাকড করা হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া টিম বিষয়টি খতিয়ে দেখছে'। 

আরও জানান, 'যদি এই পেজ থেকে আপনাদের কাছে কোনও মেসেজ যায়, দয়া করে তার উত্তর দেবেন না। যতক্ষণ না আমি আবারও সেবিষয়ে কোনও নোটিশ দিচ্ছি।’

মূলত, অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখতে, আর ব্র্যান্ড কোলাবরেশনের জন্যই নিজের অফিসিয়াল ফেসবুক পেজটি ব্যবহার করেন রুক্মিণী।